ভর্তি প্রক্রিয়া
১। প্রাইমারি শাখাটি একটি পরীক্ষামূলক প্রকল্প। কুমুদিনী কমপ্লেক্স ও সন্নিহিত এলাকা থেকে এর ছাত্র-ছাত্রীরা ভর্তি হতে পারে। এ শাক্ষার সকল ছাত্র-ছাত্রী অনাবাসিক।
২। স্কুল শাখায় ৫ম ও ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি করা হয়।আসন খালি থাকা সাপেক্ষে ৯ম শ্রেণী পর্যন্ত ভর্তি করা হয়। জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদানের মাধ্যমে নির্দিষ্ঠ দিনে ভর্তি পরীক্ষা ও পরবর্তীতে নির্বাচিতদের ডাক্তারী ছাড়পত্র পাওয়া সাপেক্ষে ভর্তি করা হ্য়।
৩। কলেজ শাখায় মন্ত্রনালয়, অধিদপ্তর ও বোর্ড কৃর্ত্তক জারিকৃ্ত নিয়ম অনু্যায়ী জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে সুস্বাস্থ্যের অধিকারী ছাত্রীদের ভর্তি করা হয়।
ভর্তি নিয়মাবলী ( উচ্চ মাধ্যমিক শাখা )
১। জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে মেধাবী ছাত্রীরা এখানে পড়ার সুযোগ পেয়ে থাকে।
২। এস. এস. সি ফলাফল প্রকাশের পর
- মানবিক শাখা – অন্যূন জিপিএ
- বিজ্ঞান শাখা – অন্যূ্ন জিপিএ
- বাণিজ্য শাখা – অন্যূন জিপিএ
স্বাস্থ্যগত যোগ্যতার ভিত্তিতে প্রতি বছর বিভিন্ন গ্রুপে ১৫০ জন ছাত্রী ভর্তি করা হয়।
|