১। প্রত্যেক ছাত্রীকে ভর্তি হওয়ার পর থেকে অবশ্যই ছাত্রীবাসে থাকতে হবে।
২। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ছাত্রী হোমসের বাইরে যেতে পারবে না।
৩। অসুস্থ হওয়ার সাথে সাথে Sick Room incharge অথবা Superintendent কে জানাতে হবে।
৪। চিঠিপত্র Post card এ লিখতে হবে।
৫। ছাত্রীবাসে কর্মাধ্যক্ষার আদেশানুযায়ী ডিউটি করতে প্রত্যেক ছাত্রী বাধ্য থাকবে।
৬। ছাত্রীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করতে বাধ্য থাকবে।
৭। অভিভাবক সাক্ষাৎ দিবস ব্যতীত কোন সাক্ষাৎকারীর সাথে সাক্ষাৎ করা যাবে না।
৮। অভিভাবক দিবসে পরিচয় পত্র সহ বৈধ অভিভাবক-এর সাথে সাক্ষাৎ করা যাবে।
৯। দেশের পরিস্থিতি অনুযায়ী যে খাবার ছাত্রীবাসে পরিবেশিত হয়, ছাত্রীদের তাই খেতে হয়। বাহির থেকে রান্না করা খাবার, চানাচুর, মুড়ি, নুডলস্, পিঠা, পায়েষ দেয়া যাবে না।তবে অভিভাবকরা পরিমাণমত শুকনা খাবার (বিস্কুট, শুকনা দুধ, হরলিক্স, জাতীয় খাবার ও ফলমূল)ছাত্রীদের দিতে পারবেন।
১১। বার্ষিক পরীক্ষায় অকৃতকার্য হলে তাকে অবশ্যই বদলী পত্র নিতে হবে।
১২। হোমসে্র আইন শৃঙ্খলা ভঙ্গকারীকে বহিস্কার করা হবে।
১৩। কোন বিবাহিত ছাত্রী ভর্তি হওয়ার যোগ্য নয়। ভর্তির পর বিবাহিত প্রমাণ পেলে ভর্তি বাতিল করা হবে।
|